Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলীয় সুপারমার্কেটে সুঁই বিক্রি বন্ধের ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৮:০৯ পিএম

এখন থেকে আর সুঁই বিক্রি করা হবে না বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার একটি সুপারমার্কেট চেইন। স্ট্রবেরি কেলেঙ্কারির ঘটনায় বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে উলওর্থস নামের প্রতিষ্ঠানটি। সুপারমার্কেটের এক মুখপাত্র বলেছেন, সতর্কতা হিসেবে আমাদের দোকানগুলোতে সাময়িকভাবে সুইঁ বিক্রি বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।
স্ট্রবেরিতে সুঁই ঢুকিয়ে দেওয়া এবং বাজার থেকে তা কিনে সাধারণ মানুষের জখম হওয়ার ঘটনায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে কঠোর আইন প্রণয়নের হুঁশিয়ারির পরই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন ঘোষণা এলো।
এভাবে সুঁই ঢুকিয়ে দেওয়ার ঘটনায় অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে 'স্ট্রবেরি আতঙ্ক। কারা এর নেপথ্যে রয়েছে তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পুরো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী স্কট মরিসন। অপরাধীদের জন্য আরও কঠোর শাস্তি বিধানের হুঁশিয়ারি দিয়েছে তার সরকার। বুধবার স্কট মরিসন বলেছেন, অপরাধীদের ১৫ বছরের কারাদণ্ড হওয়া উচিত।

অস্ট্রেলিয়ার অন্তত ছয়টি রাজ্যে এবং অঞ্চলে এ রকম ‘সুঁই ঢোকানো’ স্ট্রবেরি পাওয়া গেছে। একজন মন্ত্রী এমন ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন। এ রকম ‘সুঁই ভরা’ স্ট্রবেরি খেয়ে ফেলার পর একজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে শুরু করে এ পর্যন্ত স্ট্রবেরি এবং অন্যান্য ফলের ভেতর সুঁই পাওয়ার ১০০টিরও বেশি অভিযোগ নিয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ। এরইমধ্যে ফলে সুঁই ঢোকানোর দায় স্বীকারের পর এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার দোকানগুলো থেকে কয়েকটি কোম্পানির বাজারজাত করা স্ট্রবেরি প্রত্যাহার করা হয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে আসা স্ট্রবেরি বিক্রি বন্ধ করে দিয়েছে। সূত্র: বিবিসি, গালফ নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুঁই বিক্রি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ