Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবিতে ৩জন নিখোঁজ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৩০ পিএম

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে নৌকা ডুবে ৩জন নিখোঁজ হয়েছেন।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দীঘিগোহাইলবাড়ী ঘাট থেকে ৮জন যাত্রী নিয়ে একটি নৌকা নদীর অপর পাড়ে ভাদুর ডাঙ্গি ঘাটের দিকে যাওয়ার সময় নৌকাটি ঘাট কিছুদূর যাওয়ার পর প্রবল স্রোতে উল্টে যায়। নৌকার ৫জন যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও দুই শিশুসহ তিন যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পাবনায় কোনো ডুবুরী দল না থাকায় রাজশাহীতে সংবাদ দেয়া হয়েছে। ইউএনও জয়নাল আবেদীন আরও জানান, বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ডুবরী দল পৌঁছে তারা পদ্মা নদীতে তল্লাশি চালাচ্ছেন। এখনও কাউকে উদ্ধার যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল, এ্যাম্বুলেন্স ও চিকিৎসকদলকে প্রস্তুত রাখা হয়েছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ