Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্ত:ধর্মীয় সম্প্রীতির নৌবিহার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

আন্ত:ধর্মীয় সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে এক সম্প্রীতি নৌবিহারের আয়োজন করা হয়েছে। 

বাঙালি জাতির পথিকৃৎ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী এবং বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ইউনাইটেড রিলিজিয়ন ইনিশিয়েটিভ বাংলাদেশের বিদ্যাসাগর সোসাইটি সিসি ও ইন্টার রিলিজিয়ন হারমোনি সোসাইটি সিসি’র যৌথ উদ্যোগে শনিবার সকাল ৯ টায় বুড়িগঙ্গা থেকে চাঁদপুর পর্যন্ত এই নৌবিহার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহনে এমভি বাঙালি জাহাজেই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ‘বঙ্গবন্ধুর স্বপ্ন: আন্ত:ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভা।
আলোচকদের মধ্যে থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি ভেনারেবল বুদ্ধপ্রিয় মহাথেরো, ঢাবির অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গুরুদোয়ারা নানকশাহীর গ্রন্থী মি. যশোবন্ত সিং, কোরআর রিচার্স ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মতিয়ার রহমান। #

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবিহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ