Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌবিহারে যাওয়ায় জামিন বাতিল জোবায়ের মনিরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ১০:২০ পিএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামিনে থাকা সুনামগঞ্জের জোবায়ের মনিরের জামিন বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি মুহাম্মদ শাহিনূর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। জোবায়ের মনির শর্ত ভেঙ্গে নৌবিহারে অংশ নিয়েছেন-মর্মে জামিন বাতিলের আবেদনে উল্লেখ করা হয়। এর আগে অসুস্থতা দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে তিনি জামিন নেন। নৌবিহার করায় তার জামিন বাতিল চেয়ে আবেদন জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় অসুস্থতার কারণ দেখিয়ে জামিন আবেদন করেন জোবায়ের মনির। তাকে ৭ শর্তে জামিন দেয়া হয়। এসবের অন্যতম শর্ত ছিল তিনি মুহাম্মদপুরে ছেলের বাসায় বসবাস করবেন। সাক্ষী ও মামলা সংক্রান্ত বিষয়ে কাউকে প্রভাবিত করতে পারবেন না। এরকম সাতটি শর্ত দিয়ে তার জামিন মঞ্জুর করা হয়। কিন্তু তিনি জামিন নেয়ার পর শর্ত ভঙ্গ করে সুনামগঞ্জে নৌবিহারে গিয়ে নৌকা দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, সুনামগঞ্জের পেরুয়া গ্রামের মুক্তিযোদ্ধা রজনী দাসের দায়েরকরা মামলায় ২০১৮ সালের ২০ ডিসেম্বর জোবায়ের মনির, জাকির হোসেন,তোতা মিয়া টেইলার, সিদ্দিকুর রহমান, আব্দুল জলিল, আব্দুর রশিদসহ অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ দায়েরের পরই অৃামেরিকায় পালিয়ে যান অভিযুক্ত মুকিত মনির। ২০১৯ সালের ১৭ জুন তদন্ত সংস্থা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জোবায়ের মনিরসহ ১১ জন জড়িত বলে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। চলতিবছর বছর ফেব্রæয়ারিতে ট্রাইব্যুনালে অসুস্থতার তথ্য দিয়ে মনির জামিন নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবিহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ