নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ঘরোয়া ক্রিকেটে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কোন সাজা হচ্ছে না বলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য বিবেচিত হচ্ছে তাদের কেউ কেউ। সম্প্রতি আইসিসি’র ২টি টুর্নামেন্টে বাংলাদেশের তিন ক্রিকেটার (অনূর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার সনজিত সাহা, বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার তাসকিন, বাঁ হাতি স্পিনার আরাফাত সানি) রিপোর্টেড হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা পাওয়ায় চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আম্পায়ারদের কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে বিসিবি। সেই নির্দেশনা মেনে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনী দিনেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে চার ক্রিকেটারকে সনাক্ত করে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট দিয়েেেছন আম্পায়াররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আম্পায়ার আনিসুর রহমান এবং মাসুুদুর রহমান মুকুলের রিপোর্টে গাজী গ্রুপের বাঁ হাতি স্পিনার মইনুল এবং অফ স্পিনার মুস্তাফিজুরের বোলিং অ্যকশন প্রশ্নবিদ্ধ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে গাজী গ্রুপের ১০৬ রানের জয়ে লিস্ট ‘এ’ ম্যাচে অভিষিক্ত এই দুই বোলারই রেখেছেন অবদান (মইনুল ২/৪৯, মুস্তাফিজুর ১/১৭)। কলাাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ফতুল্লায় আবাহনীর বাঁ হাতি স্পিনার অমিতাভ নয়নের বিপক্ষে সন্দেজনক বোলিং অ্যাকশনের রিপোর্ট দিয়েছেন ২ আম্পায়ার নাদির শাহ এবং তানভীর হায়দার। প্রথম শ্রেনীর ক্রিকেটে ২২ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন বাঁ হাতি স্পিনার রেজাউল করিম রাজিব প্রাইম দোলেশ্বরের হয়ে সিসিএস’র বিপক্ষে ৩ উইকেট পেয়েও (৩/২২) সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছেন! বিকেএসপিতে ম্যাচ শেষে আম্পায়ার গাজী সোহেল এবং মোরশেদ আলী খান সুমন তাদের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়ে দিয়েছেন রিপোর্ট।
প্রথম বিভাগে ম্যাগনামের হয়ে ১২ উইকেটে প্রিমিয়ারে দলকে ওঠানোয় (নাম পরিবর্তন হয়ে গাজী গ্রুপ) অবদান রাখা মুস্তাফিজুর এবং সিটি ক্লাবের হয়ে ২০ উইকেটে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে খেলার সুযোগ পেয়ে প্রিমিয়ার ডিভিশনের অভিষেকেই ধাক্কা খেয়েছেন গাজী গ্রুপের এই দুই বোলার। তবে মুস্তাফিজুর বাশারের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের তোলা অভিযোগ মেনে নিলেও মইনুলের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের প্রশ্ন তোলায় বিস্মিত গাজী গ্রুপের কোচ সালাউদ্দিন। গতকাল একটি অনলাইনকে দেয়া সাক্ষাদকারে সে কথাই বলেছেন তিনিÑ ‘বাশারের কয়েকটি ডেলিভারি নিয়ে প্রশ্ন উঠতে পারে, আমাদেরও টুকটাক মনে হয়েছে। তবে আমি অবাক হয়েছি মইনুলের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায়। ওর বোলিং নিয়ে আমার কখনোই কিছু মনে হয়নি। আম্পায়াররা বলেছেন, মইনুলকে নিয়েই তাদের সন্দেহ বেশি। মইনুলের ক্ষেত্রে আম্পায়াররা বলেছেন যে বাঁহাতি ব্যাটসম্যানদের বোলিংয়ের ক্ষেত্রে ওর অ্যাকশন বেশি সন্দেহজনক। বাশারের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ডেলিভারির কথা সেভাবে বলা হয়নি। কয়েকেটি ডেলিভারি নিয়ে স্রেফ সন্দেহ হয়েছে আম্পায়ারদের।’
বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ দেখা দিলে তা নিয়ে রিপোর্ট করতে পারবেন আম্পায়াররা। তবে তাদের রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের চলমান আসর চলাকালে তাদেরকে পরীক্ষাগারে পাঠাচ্ছে না বিসিবি। এমনকি তাদেরকে নিষিদ্ধও ঘোষনা করবে না বিসিবি। রিভিউ কমিটির কাছে যাবে তালিকা। পরবর্তীতে তাদের নির্দেশনায় বোলিং অ্যাকশন সংশোধনের কাজ চলবে। তবে গত পরশু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনী দিনে চার স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহের ভিত্তিতে যে রিপোর্ট জমা দিয়েছেন তিন ম্যাচ রেফারী, সে সম্পর্কে কিছুই জানে না সিসিডিএম! প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের কো অর্ডিনেটর আমিন খান নিজেও বিস্ময় প্রকাশ করেছেনÑ ‘আপনার মুখ থেকেই এই প্রথম শুনলাম। ম্যাচ রেফারীর রিপোর্ট আম্পায়ার্স কমিটি হয়ে আসে সিসিডিএমএ, তাই হয়তবা শুনিনি ঘটনাটি।’ কারো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিস্ট দলের ম্যানেজার, কোচ,অথবা অধিনায়ককে বিষয়টি অবহিত করানোর কথা। তবে বাঁ হাতি স্পিনার রেজাউল করিম রাজিবের বোলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে যে রিপোর্ট দিয়েছেন ম্যাচ রেফারী শওকতুর রহমান চিনু, সে ব্যাপারে কিছুই জানেন না প্রাইম দোলেশ্বরের ম্যানেজার অনিমেষ দাসÑ ‘কোচ, অধিনায়ককে তো বিষয়টি জানানোর দরকার ছিল, অথচ তাদের কেউও জানেন না এমন খবর।’ আজকের খেলা
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
কলাবাগান একাডেমি-শেখ জামাল, ফতুল্লা
মোহামেডান-ব্রাদার্স, মিরপুর
রুপগঞ্জ-ভিক্টোরিয়া, বিকেএসপি থ্রি
প্রতিটা ম্যাচ শুরু হবে সকাল ১০টায়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।