বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সউদী আরব থেকে নির্যাতনের শিকার দেশে ফিরেছেন আরো ৪২ নারী গৃহকর্মী। মঙ্গলবার গভীর রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট যোগে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছে এসব নারী কর্মী। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ওই গৃহকর্মীদের দেশে ফেরত আনা হয়।
অভিযোগ উঠেছে, দেশে ফেরত আসা নারীরা সউদীতে ৩ থেকে ৯ মাস পর্যন্ত কারা ভোগ করেছেন। তা ছাড়া তারা যেখানে কাজ করতেন সেসব বাড়ির গৃহকর্তাদের হাতে তারা শারীরিকভাবে নির্যাতিত হতেন।
দেশে ফেরার পর ভুক্তভোগী নারীরা গণমাধ্যমেও তাদের অভিযোগ তুলে ধরেছেন। তারা বলেছেন, সউদী গিয়ে কাজে যোগ দেয়ার পর থেকেই তারা গৃহকর্তার নির্যাতনের শিকার হতেন। মাস শেষে বেতন দেয়া হতো না। আবার বেতন চাইলেও তাদের নিগ্রহ করা হতো। এ ঘটনায় বিদেশে নারী গৃহকর্মীদের পাঠানোর বিষয়ে সরকারকে আরো সর্তক হওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।