নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন শামসুল হক খান স্কুল এন্ড কলেজ। গতকাল অনুষ্ঠিত ফাইনালে মিরপুর বাঙলা স্কুল এন্ড কলেজকে ৩৯ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২০৮ রান করে শামসুল হক স্কুল। জবাবে ৩৮.১ ওভার খেলতেই মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় বাঙলা স্কুলের ইনিংস। ব্যাট হাতে ৬০ রান ও বল হাতে একটি উইকেট নিয়ে ফাইনাল সেরার পুরস্কার ওঠে চ্যাম্পিয়ন দলের জাহিদ হাসানের হাতে।
যুব ক্রিকেটে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন
স্পোর্টস রিপোর্টার : ইয়ুথ (অনূর্ধ্ব-১৯) ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল জোন। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সাউথ জোনের সঙ্গে ফাইনালটি ড্র হলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে সেন্ট্রাল জোন। ব্যাটিংয়ে ৪, বোলিংয়ে ৩ ও ইনিংস লিডে ১ মিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় সর্বমোট ১১ পয়েন্ট। রানার্স আপ সাউথ জোনের সংগ্রহ ৬ পয়েন্ট (ব্যাটিং-২, বোলিং-১)। ম্যাচ শেষে প্লেয়ার অব দ্যা ম্যাচ জয়রাজ শেখ (২৬০ রান, সেন্ট্রাল জোন)কে ট্রফি তুলে দেন সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, প্লেয়ার অব দ্যা টূর্ণামেন্ট সাইফ হাসান (৫৯৬ রান ও ৪ উইকেট, সেন্ট্রাল জোন)কে ট্রফি তুলে দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো আলমগীর। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৫ লক্ষ টাকার চেক এবং রানার আপ দলকে ৩ লক্ষ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও বিসিবি সহ-সভাপতি আলহাজ্জ্ব আ জ ম নাছির উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন ম্যাচ রেফারী ফজলে রাব্বী খান সাজ্জাদ, বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।