Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসার ভাঙার গুজব উড়িয়ে দিলেন অপি করিম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গত কিছুদিন ধরে অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের সংসার ভাঙার গুঞ্জণ নাট্যাঙ্গণে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অপি করিম বেশ বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, কোথা থেকে এমন কথা ছড়াল, কে জানে। গুজবেরও লিছু নিয়ম থাকে কিছু ইঙ্গিত থাকে। কিন্তু এর তো কোনো ভিত্তিই নেই। যেখানে আমরা দুজনেই ভালো আছি, সুখেই আছি। সংসার করছি। দিন চলে যাচ্ছে। অপি বলেন, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না আর। কতজনকে বলবো? এই বয়সে এসব কথাবার্তা, যন্ত্রণা ভালো লাগে না আর। উল্লেখ্য, ২০১৬ সালের ঈদের দিন অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর। এটি ছিলো অপি করিমের তৃতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ২৭ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। ২০১১ সালের দিকে চার বছরের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। তার সঙ্গে বিচ্ছেদের পর ওই বছরই নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে বিয়ে করেন এ অভিনেত্রী। সেই সংসারও টিকেনি বেশিদিন। এরপর নির্মাতা এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন।



 

Show all comments
  • Billal Hossain ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৪৬ এএম says : 0
    We respect you as educated person with good personality. please do not change your husband but change your nature.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপি করিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ