প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অপি করিম দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত একটি নাটকের মধ্য দিয়ে। অভিনেতা পরিচালক রওনক হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘নিশীথে’ নাটকটিতে অপি করিমের বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান নিজেই। অপি করিম বললেন, অনেকদিন পর কাজ করলাম। ভালো লাগছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বা কবিতা অবলম্বনে নির্মিত যে কোনো কাজ করতেই আমার ভালো লাগে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। রওনক হাসান বললেন, রবীন্দ্রনাথের গল্পের চিত্রনাট্য বা চিত্রায়ন এমনিতেই খুবই দুরূহ এবং কষ্টকর। সেখানে নিশীথের মতো গল্পে একটু অন্যরকম করে ভাবা হয়েছে। আশা করি, সব মিলিয়ে নাটকটি সবার ভালো লাগবে।আসছে বাইশে শ্রাবণ নাটকটি বাংলাভিশনে প্রচার করা হবে। উল্লেখ্য, অপি করিমকে সর্বশেষ গত বছরের শেষের দিকে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ঢাকা মেট্রোতে অভিনয় করতে দেখা গিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।