মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির প্রথম সফরকে স্বাগত জানিয়ে চীন বলেছে যে তারা তালেবানদের সঙ্গে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠার জন্য পাক-আফগান এ্যাকশন প্লানকে সমর্থন করে।
শনিবার কাবুল সফরে যান কোরেশি এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন। এসময় দু্’নেতা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য যৌথভাবে কাজ করতে সম্মত হন।
কোরেশির সফরের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেং শুয়াং মঙ্গলবার বলেন যে, সফরের পর দুই পক্ষ যে ইতিবাচক বিবৃতি দিয়েছে চীন তা অনুমোদন করে। জেং বলেন, চীন তার দুই প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের বন্ধু। তারা সুন্দর ও সাবলীলভাবে তাদের সম্পর্ক এগিয়ে নিতে পারবে বলে আমরা আশা করছি।
তালেবানদের সঙ্গে সমঝোতা প্রচেষ্টার অংশ হিসেবে গত বছর থেকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করছে চীন। আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রাব্বানির সঙ্গেও বৈঠক করেছে পাকিস্তানের প্রতিনিধি দল। তালেবানদের শান্তির টেবিলে আনতে পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্রের চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে কোরেশির এই সফর অনুষ্ঠিত হলো।সূত্রঃ সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।