মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে যুদ্ধ শুরুর ১৭ বছর পর দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর কাবুলে একটি বড় আকারের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে ন্যাটো। এ জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। ন্যাটোর প্রকিউরমেন্ট দলিলের বরাত দিয়ে স্ট্রারস এন্ড স্ট্রাইপস জানায়, এই কমপ্লেক্সে ৮০০’র বেশি ওয়ার্ক স্পেস থাকবে। এটি হবে ১২০,০০০ বর্গফুট আয়তনের তিন তলা পাকা দালান। তবে প্রকল্পটি দরপত্র ও ডিজাইনিংয়ের পর্যায়ে থাকায় আর কোন তথ্য প্রকাশ করা হয়নি। চলতি গ্রীষ্মে, কাবুলের ন্যাটো হেলিকপ্টার ল্যান্ডিং জোনে একটি স্থায়ী প্যাসেঞ্জার টার্মিনাল ও কন্ট্রোল টাওয়ার নির্মাণ করা হয়। এয়ার ট্রাফিক বৃদ্ধি এবং নগরীতে সহিংসতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা উদ্বেগের কারণে এটি নির্মাণ করা হয় বলে ন্যাটোর তরফ থেকে জানানো হয়। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।