Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবাননকে ৮ গোল উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ২:১৬ পিএম

ফের বড় জয় পেল বাংলাদেশ। আজ বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি কিশোরী ফুটবলে বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছে লেবাননকে। এ জয়ে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়েছিল এই কিশোরীরা। ফের বড় জয় পেল বাংলাদেশ।
প্রথমার্ধে বাংলাদেশ লেবাননের জালে দিয়েছিল ৫ গোল। দ্বিতীয়ার্ধে আরো ৩টি। দুটি করে গোলের দেখা পান সাজেদা তহুরা, শামসুন্নাহার।

একটি করে জালে বল পাঠান আনাই ও রোজিনা।
প্রথম গোল আসে ১৪ মিনিটে। মনিকা চাকমার পাস কাজে লাািগয়ে গোল করেন সাজেদা। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন তহুরা। ফের তহুরার ভেলকিতে এগিয়ে যায় ২৩ মিনিটে। ৪ মিনিট বাদেই দলের চতুর্থ গোল। এবার গোল করেন আনাই মগিনি। ৪০ মিনিটে পঞ্চম গোল করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় গোল আসে সাজেদার পা থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এএফসি কিশোরী ফুটবলে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ