Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে ১০৭ কেজি এনপিএস জব্দ

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আবারো নিউ সাইকো ট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাতের ১০৭ কেজি ৭০০ গ্রামের একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহায়তায় বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস এলাকা থেকে চালানটি জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মো. নজরুল ইসলাম সিকদার দৈনিক ইনকিলাব জানান, গ্রিন টি হিসেবে আমদানি করা ৬ কার্টন ভর্তি ১০৭ কেজি ৭০০ গ্রাম খাত উদ্ধার করা হয়েছে। ইথিওপিয়ার কাজালি জামির এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান খাতের চালানটি পাঠিয়েছে। এরপর বিভিন্ন দেশ ঘুরে সর্বশেষ ভারতের মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দুপুর ১টা ১০ মিনিটে ঢাকায় আসে। ঢাকার নয়াপল্টন এলাকার একটি প্রতিষ্ঠানের নামে খাতের এ চালানটি এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ