মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হিমাচল প্রদেশের ধর্মশালা ক্যান্টনমেন্টে দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান। সোমবার (১৭ সেপ্টেম্বর) দিনের আলো ফোটার আগেই এ ঘটনা সংঘটিত হয়। কাংরা পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরটি জানিয়েছে।
ধর্মশালা ক্যান্টনমেন্টে এ ঘটনা ঘটে
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, হাবিলদার হারদীপ সিং ও নায়েক হারপাল সিং-কে সিপাহী জাসভির সিং নিজের আইএনএসএএস রাইফেল থেকে গুলি করে হত্যা করেন। পরে নিজেই নিজেকে গুলি করেন। কাংরা পুলিশ জানিয়েছে, রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই ১৮ শিখ রেজিমেন্টের সদস্য।
দেড় বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন জাসভির সিং। আর হারদীপ সিং ২৩ বছর ও হারপাল সিং ১৮ বছর ধরে সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন। পুলিশ বলছে, এ হত্যাকাণ্ডের পেছনে উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি।
সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও কাংরা পুলিশের কর্মকর্তারা এ নিয়ে তদন্ত চালাচ্ছেন।
সেনা সদস্যদের মৃতদেহগুলো নিজেদের হিফাজতে নিয়েছে কাংরা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।