Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের শপথ গ্রহণ

কক্সবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

কক্সবাজারের চকরিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতাদের শপথ অনুষ্ঠান ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে আনুষ্ঠানিকভাবে তাদের শপথবাক্য পাঠ করান চকরিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী।
গত শনিবার বিকেলে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি দৈনিক মানবকণ্ঠ মো. আবদুল মজিদ, সহ-সভাপতি এম রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম বেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস এম হান্নান শাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, দপ্তর সম্পাদক এম নুরুদ্দোজা জনি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক অলি উল্লাহ রনি, নির্বাহী সদস্য মো. আবদুল মতিন চৌধুরী, মো. ফেরদৌস ওয়াহিদ ও সাঈদী আকবর ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য এম মোস্তফা কামাল, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বি এম হাবিব উল্লাহ, সাবেক নির্বাহী সদস্য শাহজালাল শাহেদ, সদস্য আবদুল করিম বিটু প্রমুখ। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চকরিয়া প্রেসক্লাবের তৃতীয় দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসক্লাব

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ