রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কক্সবাজারের চকরিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতাদের শপথ অনুষ্ঠান ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে আনুষ্ঠানিকভাবে তাদের শপথবাক্য পাঠ করান চকরিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী।
গত শনিবার বিকেলে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি দৈনিক মানবকণ্ঠ মো. আবদুল মজিদ, সহ-সভাপতি এম রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম বেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস এম হান্নান শাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, দপ্তর সম্পাদক এম নুরুদ্দোজা জনি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক অলি উল্লাহ রনি, নির্বাহী সদস্য মো. আবদুল মতিন চৌধুরী, মো. ফেরদৌস ওয়াহিদ ও সাঈদী আকবর ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য এম মোস্তফা কামাল, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বি এম হাবিব উল্লাহ, সাবেক নির্বাহী সদস্য শাহজালাল শাহেদ, সদস্য আবদুল করিম বিটু প্রমুখ। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চকরিয়া প্রেসক্লাবের তৃতীয় দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।