প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা, প্রযোজক, নাট্যকার, পরিচালক হাসান জাহাঙ্গীর পাঁচটি বিজ্ঞাপনের শুটিং করতে যুক্তরাষ্ট্র গিয়েছেন। বিজ্ঞাপনগুলো হলো, গ্রোসারি, কসমেটিক রেস্টুরেন্ট, মোবাইল ফোন এবং শাড়ি। বিজ্ঞাপনে তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন যুক্তরাষ্ট্রের মডেল ছাড়াও বেশ কয়েকজন প্রবাসী বাঙালী। বিজ্ঞাপনের শুটিংয়ের বাইরে কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন। মিডিয়া ক্যারিয়ারের ২৪ বছরে প্রায় ৫০০ নাটকে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। গ্রæপ থিয়েটার নাট্যধারার মাধ্যমে শুরুটা মঞ্চ নাটক দিয়েই। এরপর প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সহকারি হিসেবেও কাজ করেন দীর্ঘদিন। বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেন এ সময়। বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজের আওতায় নাটক নির্মাণ শুরু হলে তিনি চলচ্চিত্র ছেড়ে চলে আসেন নাট্য প্রযোজনায়। সেই থেকে শুরু। আর থামেননি। অভিনয় আর প্রযোজনা নিয়ে শুধু সামনের দিকে এগিয়ে গেছেন। হয়ে ইঠেছেন চেনা জানা একজন। তিনি বলেন,‘আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ আমি সফল। একজন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন তার সবই পেয়েছি আমি। পেয়েছি অসংখ্য মানুষের ভালোবাসা। তাদের এই অকৃত্রিম ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।