প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী হাসান জাহাঙ্গীরের মিউজিক অডিও অ্যালবাম ‘মনপাখি’তে প্রতিটি গান যেন ধরা পড়েছে সুরের পাখি হয়ে। এটি শিল্পীর তৃতীয় মিউজিক অডিও অ্যালবাম। চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোটের সহ-সভাপতি ও চট্টগ্রাম গ্রæপ থিয়েটার ফোরামের সাংগঠনিক সম্পাদক হাসান জাহাঙ্গীর বহুগুণে গুণান্বিত এক জনপ্রিয় সংগীত শিল্পী। অসাধারণ গায়কীগুণে মঞ্চে শ্রোতাদের মন জয় করে নেন। কিন্তু বরাবরই রয়ে গেছেন প্রচারের নেপথ্যে। এবার সোনারোদ প্রকাশনার ব্যানারে এই অ্যালবামে মোট আটটি আধুনিক গান স্থান পেয়েছে। প্রতিটি গানের সুর মৌলিক। গানের শিরোনামগুলো হচ্ছে ‘টোনার ঘরে টুনি’, ‘যদি নীল দাও’, আমার দিলখোলা প্রেম’, ‘প্রেমের মাজারে’, ‘ও ময়নারে’, ‘আকাশ জুড়ে মেঘ করেছে’, ‘কলিজার ভিতরে’, ‘ও উদাসীমন মন মোর চলরে’। “আকাশ জুড়ে মেঘ করেছ” এই গানটির গীতিকার আবৃত্তিশিল্পী দিলরুবা খানম। বাকি গানগুলোর কথা লিখেছেন শিল্পী নিজেই। ‘মনপাখি’ অ্যালবামের প্রতিটি গানে শিল্পী হাসান জাহাঙ্গীর এর গায়কী, কথা ও সুর চমৎকার হৃদয়ছোঁয়া এবং ব্যতিক্রমী। শিল্পীর গাওয়া প্রতিটি গান শ্রোতাদের মনে স্থায়ী আসন পাবে এটাই প্রত্যাশা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।