মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
খুব শিগগিরই যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন বেক্সিট চুক্তিতে উপনীত হতে পারবে বলে জানিয়েছেন ব্রেক্সিটমন্ত্রী ডমিনিক রাব। ব্রেক্সিট নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে সলসবুর্গে ইইউ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে একটি ব্রেক্সিট চুক্তিতে উপনীত হওয়া যাবে বলে আশা উভয়পক্ষের। আগামী বছর ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যকে ইইউ ছাড়তে হবে। অথচ ব্রাসেলসের সঙ্গে এখনও তারা বিচ্ছেদ পরিকল্পনা নিয়ে কোনো চুক্তিতে উপনীত হতে পারেনি। গত ৬ জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে মন্ত্রিসভায় তার ‘বাণিজ্যবান্ধব’ ব্রেক্সিট পরিকল্পনা উপস্থাপন করেন এবং মন্ত্রীদের মধ্যে চরম বিভাজনের পরও তা অনুমোদন পায়। যদিও ওই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদে দুইদিনের মাথায় প্রথমে ডেভিড ডেভিস ব্রেক্সিটমন্ত্রীর পদ থেকে এবং পরে বরিস জনসন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। সাবেক ব্রেক্সিটমন্ত্রী ডেভিস নিজের পদত্যাগপত্রে মে’র পরিকল্পনার তীব্র সমালোচনা করেন। মের দল কনজারভেটিভ পার্টির এমপিরা তার ব্রেক্সিট পরিকল্পনাকে ‘চেকারস প্ল্যান’ বলে তা পরিবর্তনের দাবি তুলেছেন। নতুবা তারা ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার হুমকি দিয়েছেন। রয়র্টাস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।