Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ী মনোনয়ন প্রত্যাশী রাব্বানীর গাড়ীবহরে হামলা

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১২ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (নির্বাচনী এলাকা গোদাগাড়ী-তানোর উপজেলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুন্ডমালা পৌরসভার মেয়র, গোলাম রাব্বানীর নির্বাচনী শোডাউনের গাড়ীবহরে হামলা হয়েছে। রোববার দুপুরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে তার সমর্থকরা জানিয়েছেন। গোলাম রাব্বানী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডমালা পৌরসভার মেয়র। তিনি এবার রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন এবং ব্যাপক পোষ্টার ব্যানার লাগিয়ে এলাকাবাসী শুভেচ্ছা জানিয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি তার নির্বাচনী এলাকায় শোডাউন, পথসভা ও গণসংযোগ করছেন। গোলাম রাব্বানীর সমর্থক আলী আহসান জানান, গোলাম রাব্বানী একটি বিশাল গাড়ি বহর নিয়ে গোদগাড়ীর মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর বাজারে ঢুকে। এ সময় পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরব আলীর নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্যের সমর্থকরা গাড়ী বহরে হামলা চালায়। এ সময় তারা হকিস্টিক ও লাঠি শোঠা দিয়ে গোলাম রাব্বানীর সমর্থকদের মারপিট করে এবং গাড়ি ভাংচুর করে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্থ হয়। হামলার পর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।এ ঘটনার পর গোলাম রাব্বানীর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে। এ সময় তারা হামলাকারিদের ধাওয়া করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরব আলী বলেন, গোলাম রাব্বানীর লোকজন বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে কটুক্তি অবমাননা করে স্লোগান দিচ্ছিল। এ কারণে আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করেছি। মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানী বলেন, আমার নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম। হটাৎ করে কয়েকজন যুবক স্থানীয় এমপির পক্ষে শ্লোগান দিয়ে তাদের গাড়ি বহরে হামলা চালায়। এতে অন্তত ২০ জন তার নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও তাদের হামলায় ১০/১২টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানীর গাড়ী বহরে হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছার আগেই হামলাকারিরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে হামলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ