গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বিষয়ে ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বেলা পৌনে ১২টার দিকে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভিজুয়াল ক্লাসরুমে এ বৈঠক শুরু হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের আহ্বানে এই বৈঠকে অংশ নিতে ছাত্রলীগ-ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বৈঠকে ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, প্রো-ভিসি অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যাপক নাসরীন আহমেদ ছাড়াও বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত আছেন।
আর ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাশার হোসাইন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।