Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কাঁটাতারও বাধা হয়ে দাঁড়ায়নি...

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

প্রেম মানেনা বারন, মানেনা শাসন, মানেনা জাত-পাত কাল ভেদ অভেদ ধর্ম জাতি দেশ। সকল বাঁধা-নিষেধ উপেক্ষা করে সীমান্তরক্ষীদের কড়া নজরদারিকে ভয় না করে কাটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে এক নারী বাংলাদেশী যুবকের প্রেমে পড়ে দেশ ছেড়েছে। এখন তারা ঘর বেঁধেছে সুখ ও স্বপ্নের। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে। এ নিয়ে গতকাল শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মধ্যে পতাকা বৈঠকও হয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, ভারতের পশ্চিমবাংলার নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা গ্রামের বিশ্বজিত বিশ্বাসের মেয়ে সঞ্জনা বিশ্বাস (১৯) প্রেমের টানে ভারত সীমানা পেরিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশে চলে আসে। পরে বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে লাবু মিয়ার হাত ধরে ঢাকায় গিয়ে ঘর বাঁধে। এ ঘটনায় মেয়েটিকে ফেরত চেয়ে বিএসএফ বিজিবিকে পত্র দেয়। পত্র পেয়ে বিজিবি জামালপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়ি গিয়ে ভারতীয় মেয়ের সন্ধান চাইলে পরিবারের লোকজন বিজিবিকে জানায় তারা বাড়ির কাউকে না জানিয়ে ঢাকায় চলে গেছে। এ নিয়ে গতকাল বেলা ১১টায় জামালপুর সীমান্তে ১৫২/৬(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের চরমেঘনা ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর বান কে সিং এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার সুবোধ পাল। ৩০ মিনিটব্যাপী চলা বৈঠকে ভারতীয় নারীর সন্ধান পেলে তাকে ফেরতের আশ্বাস দেয় বিজিবি।
মোবাইলফোনে দুই দেশের দুই নর-নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই জের ধরে মেয়েটি ভারত থেকে পালিয়ে এসে বাংলাদেশী যুবকের হাত ধরে ঢাকায় পাড়ি জমায়। তারা বিয়ে করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রেমের সম্পর্কের টানে মেয়েটি ভারত থেকে বাংলাদেশে চলে আসে এবং জামালপুর গ্রামের লাবু মিয়ার সাথে ঢাকায় চলে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ