মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা ঝড় ফ্লোরেন্সের কারণে নর্থ ও সাউথ ক্যারোলাইনার একাংশ ও ভার্জিনিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়া ফ্লোরেন্স এখনও উপকূলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ঝড়টি এর মধ্যেই অসংখ্য গাছ উপড়ে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে হাজারও বাড়িঘর। ঘণ্টায় ১০৫ কিলোমিটার বেগের বাতাস নিয়ে ফ্লোরেন্স এখন অতি ধীরে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ঝড়ের কারণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার উইলমিংটনে ঘরের ওপর গাছ পড়ে শিশুসহ এক মা নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। একই ঘটনায় শিশুটির বাবাও গুরুতর আহত হয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।