Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএলও অফিস বন্ধের মার্কিন সিদ্ধান্তে জার্মানির দ্বিমত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪২ পিএম

জার্মানি ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের’ (পিএলও) ওয়াশিংটনে অবস্থিত কার্যালয় বন্ধ করে দেওয়ার মার্কিন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছে। দেশটি এ সিদ্ধান্তকে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রিক সমাধান বাস্তবায়নের পথে অন্তরায় হিসেবে দেখছে। শুক্রবার মার্কিন সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের জার্মানির অবস্থান তুলে ধরেন। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার ফিলিস্তিনি সিদ্ধান্তের জেরেই যুক্তরাষ্ট্র পিএলও কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া আদেবার বলেন, ‘বর্তমানে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে যে মাত্রার কম যোগাযোগ দেখছি আমরা, তাতে এই একক মার্কিন সিদ্ধান্তে দুই পক্ষের মধ্যে দূরত্ব আরও বাড়বে। সেক্ষেত্রে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধানে দ্বি-রাষ্ট্রিক প্রস্তাব বাস্তবায়নের কাজ শুরু করা দুরূহ হয়ে পড়বে।’
ফিলিস্তিনের খান আল-আহমারে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনি স্থাপনা ধ্বংসকে যুদ্ধাপরাধ উল্লেখ করে গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ করে। এর প্রেক্ষিতে ফিলিস্তিনি কার্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ১৩ সেপ্টেম্বর থেকে ওয়াশিংটনে অবস্থিত ফিলিস্তিনি কার্যালয় বন্ধ রয়েছে।
কার্যালয় বন্ধের মার্কিন সিদ্ধান্ত জানার পর পিএলও মহাসচিব সায়েব এরেকাত মার্কিন নীতির কাছে মাথা নত না করার প্রত্যয় ঘোষণা করে মন্তব্য করেছিলেন, ‘আমরা বারবার বলেছি, ফিলিস্তিনি মানুষদের অধিকার বিক্রির জন্য নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিএলও অফিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ