মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাহোর শরীফ মেডিকেল সিটির মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহণে গতকাল শুক্রবার বেগম কুলসুম নওয়াজের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পরে শরীফদের বাসভবন ‘জাতি উমরা’র কবরস্থানে শ্বশুর মিঞা শরীফ ও ভাসুর আব্বাস শরীফের কবরের পাশে তাকে দাফন করা হয়। গত বছরের আগস্টে লিম্ফোমা ধরা পড়ার পর এ বছর ১১ সেপ্টেম্বর লন্ডনে তিনি শেষ ইন্তেকাল করেন।
মাওলানা তারিক জামিল জানাজায় ইমামতি করেন। কুলসুমের স্বামী নওয়াজ শরীফ, পিএমএল-এন এর ভারপ্রাপ্ত সভাপতি শাহবাজ শরীফসহ নামাজে অংশগ্রহণ করেন সাবেক প্রেসিডেন্ট মামনুন হুসাইন, সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী, জাভেদ হাসমী, জেইউআই-এফ চীফ মাওলানা ফজলুর রহমান, স্পিকার আসাদ কায়সার, সিনেট সভাপতি সাদিক সানজরানি, পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী সারওয়ার প্রমুখসহ বিভিন্ন শীর্ষস্থানীয় রাজনীতিক, অসংখ্য শুভাকাঙ্খী ও পিএমএল-এন এর সমর্থকেরা।
জানাজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভিআইপি ও সাধারণ নাগরিকদের স্থান আলাদা করার জন্য কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়। নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ ও তারিক জামিলের চারপাশে নিরাপত্তা কর্মীরা ঘিরে রাখেন। এর আগে গত বৃহস্পতিবার লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে সম্পন্ন হয় কুলসুম নওয়াজের প্রথম জানাজা। সূত্র : ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।