Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বশুর ও ভাসুরের কবরের পাশে কুলসুম নওয়াজের দাফন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১:০৫ এএম

লাহোর শরীফ মেডিকেল সিটির মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহণে গতকাল শুক্রবার বেগম কুলসুম নওয়াজের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পরে শরীফদের বাসভবন ‘জাতি উমরা’র কবরস্থানে শ্বশুর মিঞা শরীফ ও ভাসুর আব্বাস শরীফের কবরের পাশে তাকে দাফন করা হয়। গত বছরের আগস্টে লিম্ফোমা ধরা পড়ার পর এ বছর ১১ সেপ্টেম্বর লন্ডনে তিনি শেষ ইন্তেকাল করেন।
মাওলানা তারিক জামিল জানাজায় ইমামতি করেন। কুলসুমের স্বামী নওয়াজ শরীফ, পিএমএল-এন এর ভারপ্রাপ্ত সভাপতি শাহবাজ শরীফসহ নামাজে অংশগ্রহণ করেন সাবেক প্রেসিডেন্ট মামনুন হুসাইন, সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী, জাভেদ হাসমী, জেইউআই-এফ চীফ মাওলানা ফজলুর রহমান, স্পিকার আসাদ কায়সার, সিনেট সভাপতি সাদিক সানজরানি, পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী সারওয়ার প্রমুখসহ বিভিন্ন শীর্ষস্থানীয় রাজনীতিক, অসংখ্য শুভাকাঙ্খী ও পিএমএল-এন এর সমর্থকেরা।
জানাজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভিআইপি ও সাধারণ নাগরিকদের স্থান আলাদা করার জন্য কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়। নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ ও তারিক জামিলের চারপাশে নিরাপত্তা কর্মীরা ঘিরে রাখেন। এর আগে গত বৃহস্পতিবার লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে সম্পন্ন হয় কুলসুম নওয়াজের প্রথম জানাজা। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুলসুম নওয়াজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ