Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইওতে একই পরিবারের ৮ জনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। শহরের পাইক কাউন্টির হিল রোড এলাকার ৩০ মাইলের মধ্যে চারটি পৃথক বাড়িতে গত শুক্রবার এই ৮ জনকে অনেকটা মৃত্যুদ- কার্যকরের মতো করে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। এই হত্যাকা- কে বা কারা ঘটিয়েছে তার অনুসন্ধানে ৩০ জনের বেশি ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে এবং অন্যরা সব প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছেন পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার। হামলায় তিন শিশু রক্ষা পেয়েছে বলে জানান তিনি।
ওয়াইও’র অ্যাটর্নি জেনারেল মাইক ডিওয়াইন সংবাদ সম্মেলনে বলেছেন, নিহতরা সবাই রোহডেন পরিবারের সদস্য। খুনি কারা এই প্রশ্নে তিনি বলেন, আমরা এখনও জানি না খুনি কি একজনই ছিল, নাকি দু’জন, নাকি তিনজন অথবা তারও বেশি। স্থানীয় কোন ঘটনা’র সূত্র ধরে এই সহিংসতা হয়ে থাকতে পারে বলে ঘটনাস্থলে থাকা এক যাজক জানিয়েছেন। শেরিফ চার্লস রিডার বলেন, অস্ত্রধারী ও ভয়াবহ বিপজ্জনক কোনো খুনি এই হত্যাকা- ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শেরিফ আরো জানান, পুলিশ এখনও ঘটনার কারণ উদঘাটন করতে পারেনি। নিহতদের কাউকে কাউকে আগের রাতেই হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অ্যাটর্নি জেনারেল মাইক ডিওয়াইন।
নিহতদের বেশ কয়েকজনের লাশ তাদের বিছানায় পাওয়া গেছে। এদের মধ্যে একজন মা’ও আছেন। পাশেই তার চারদিন বয়সী একটি শিশু ঘুমিয়ে ছিল। ঘটনাটি বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় পিবলস এলিমেন্টারি ও পিবলস হাইস্কুলে তালা লাগিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। পরিস্থিতির কারণে কেউ যেন স্কুলে ঢুকতে বা স্কুল থেকে বের হতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয় বলে এডামস কাউন্টি ওহাইও ভ্যালি স্কুলের এক মুখপাত্র জানিয়েছেন। ওহাইও’র গভর্নর ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী জন কাসিচ এক টুইট বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের প্রত্যন্ত অঞ্চলে কে বা কারা গুলি করে ৮ জনকে হত্যা করেছে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য এবং এদের মধ্যে একজন কিশোরও রয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ৭ জনের লাশ তিনটি বাড়ি থেকে উদ্ধার করে। এদের দুটো বাড়ি কাছাকাছি হলেও তৃতীয় বাড়িটির দূরত্ব আধ মাইলের মত। গত শুক্রবার বিকেলে ৮ মাইল দূরের চতুর্থ বাড়িটি থেকে অষ্টম লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এদের সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এদেরকে রাতেই খুন করা হয়েছিল। কয়েকজনকে হত্যা করা হয়েছিল ঘুমের মধ্যে। গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এফবিআই। বিবিসি, সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ