Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উচ্চ শিক্ষিত হলেও ইসলামী জ্ঞান কম

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেট বা আইএসয়ের সদস্যরা ভালো মানের শিক্ষিত হলেও ইসলামী আইন সম্পর্কে তাদের জ্ঞান খুব সীমিত। সম্প্রতি আইএস’র ফাঁস হওয়া গোপন নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কমব্যাটিং টেরোরিজম সেন্টার (সিটিসি)। সিটিসির পর্যালোচনায় জানা গেছে, প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে এগিয়ে থাকলেও আইএস সদস্যদের ইসলামী আইন বা শরিয়া সম্পর্কে জ্ঞান খুব কম। সিটিসি জানায়, ফাঁস হওয়া তথ্যের মধ্যে ৪ হাজার ১৮৮ জন আইএস সদস্যদের সংগঠনটিতে যোগদানে আবেদনপত্রও রয়েছে। আবেদনপত্রে এসব যোদ্ধাদের ব্যক্তিগতসহ শিক্ষাগত যোগ্যতার তথ্য পাওয়া গেছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আইএসের সদস্যদের গড়ে ভালো মানের শিক্ষিত বলে সিটিসি উল্লেখ করেছে। কয়েক জনের কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অধিকাংশ সদস্য উচ্চ শিক্ষিত। বাকি প্রায় অর্ধেক অন্তত মাধ্যমিক শিক্ষা পর্যন্ত পড়াশোনা করেছেন। উচ্চ শিক্ষিতদের মধ্যে বেশ কয়েকজন পিএইচডি ডিগ্রিধারীও আছেন। অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, ইংরেজি, সাইকোলজি ও শিক্ষকতা বিষয়ে কয়েকজন পিএইচডি ডিগ্রিধারীরাও তালিকায় রয়েছেন। এদের বেশিরভাগই পশ্চিমা বিভিন্ন দেশ থেকে আইএসে যোগ দিয়েছেন। মধ্যপ্রাচ্যসহ এশিয়ার দেশগুলোর সদস্যদের তুলনায় পশ্চিমা দেশ থেকে বেশি উচ্চ শিক্ষিত। আবেদনপত্রে যোগদানে ইচ্ছুক ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হয় তাদের ইসলামী জ্ঞান কেমন। উত্তরে প্রায় ৭০ শতাংশ লিখেছেন, তাদের ইসলামী জ্ঞান সাধারণ পর্যায়ের। তবে সউদি আরব, মিসর, তিউনিসিয়া ও ইন্দোনেশিয়া থেকে যোগ দেওয়া জিহাদিদের ইসলামি জ্ঞান অনেক বেশি। সিটিসির দাবি, এ পর্যালোচনা থেকে ধারণা পাওয়া যায় কীভাবে আইএস কোরআনকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। দখলকৃত অঞ্চলে নৃশংসতা ও ইসলামবিরোধী কর্মকা- চালিয়ে যেতে পবিত্র গ্রন্থটিকে ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস। দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্চ শিক্ষিত হলেও ইসলামী জ্ঞান কম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ