Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাবুর্চির বেশে ইয়াবা পাচার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

এবার বাবুর্চির বেশে ইয়াবা পাচারকালে ধরা পড়েছে দুই যুবক। চামচ ও ঝাঁঝরির ভেতরে লুকিয়ে ইয়াবা পাচার করছিলো তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গতকাল (শুক্রবার) ভোরে নগরীর স্টেশন রোড এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ছয় হাজার ৮০০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে তারা গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. চঞ্চল ও মো. আসমাউল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা এ বেশ ধরেছিল। তাদের সাথে থাকা চামচ ও ঝাঁঝরির হাতলের ভেতরে লুকিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছিল তারা। চালানটি নিয়ে তারা কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন।
এদিকে র‌্যাবের এক অভিযানে নগরীর বড়পোল থেকে তিন হাজার ৮৭৫ ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন তিন মাদক ব্যবসায়ী। তারা হলেন, মো. ইউসুফ (৩৭), মো. জসিম গাজী (৩০) ও মো. কবির শিকদার (৩৫)। গতকাল দুপুরে বিক্রির সময় ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানায় র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ