Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে ২৪ শতাংশ আত্মহত্যা বেড়েছে

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার ২৪ শতাংশ বেড়ে গেছে। আত্মহননকারীদের মধ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েরাও রয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান থেকে গত শুক্রবার এ কথা জানা গেছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’স ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকস-এর জরিপে বলা হয়েছে, ১৯৯৯ সালের পর থেকে প্রতিবছর আত্মহত্যার হার প্রায় ১ শতাংশ বাড়লেও ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিবছর এই সংখ্যা প্রায় ২ শতাংশ বেড়ে যেতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নারী-পুরুষ উভয়ে এবং ১০ থেকে ৭৪ বছর বয়সী লোকজনের মধ্যেও এই হার বাড়তে দেখা যাচ্ছে। ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। ১৯৯৯ সালে প্রতি লাখে ০.৫ শতাংশ থেকে ২০১৪ সালে প্রতি লাখে তাদের আত্মহত্যার হার তিনগুণ বেড়ে ১.৫ শতাংশে দাঁড়িয়েছে। নিউইয়র্কের গ্লেন ওস্কের জুকার হিলসাইড হাসপাতালের শিশু এবং কম বয়সীদের মানসিক সমস্যা সংক্রান্ত বিভাগের পরিচালক ভিক্টর ফরনারি বলেন, আমার মনে হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, ইন্টারনেট এবং সাইবার ক্যাফেতে প্রবেশের ফলে এটি হতে পারে। খবরে বলা হয়, সাম্প্রতিক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার বাড়ছে বলে জানা গেছে। প্রকাশিত ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত তিন দশকের মধ্যে আত্মহত্যার হার বর্তমানে সবচেয়ে বেশি। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি ১ লক্ষ জনে ১৩ জন আত্মহত্যা করেন যা ১৯৮৬ সালের পর থেকে সবচেয়ে বেশি। প্রতিবেদনে আত্মহত্যার হার বাড়ার পেছনে কোন কারণ ব্যাখ্যা করা হয়নি। প্রতিবেদনটিতে আত্মহত্যাকারীদের শিক্ষাগত যোগ্যতা বা উপার্জনেরভিত্তিতে কোন ধরনেও ফেলা হয়নি। এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে ২৪ শতাংশ আত্মহত্যা বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ