Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের কাছে ভারী পানি বিক্রি করেছে ইরান

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৩২ মেট্রিক টন ভারী পানি (হেভি ওয়াটার) বিক্রি করেছে ইরান। এ বিষয়টি তেহরানের এক পদস্থ পরমাণু আলোচক নিশ্চিত করেছেন। ইরানের আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভিয়েনায় প্রেস টিভিকে গত শুক্রবার এ কথা জানিয়েছেন বলে খবরে বলা হয়েছে। তিনি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থা এবং মার্কিন একটি কোম্পানি ভারী পানি বিক্রি সংক্রান্ত চুক্তি করেছে। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যৌথ কমিশনের বৈঠকের আগে এ সংক্রান্ত চুক্তি হয়। তিন মাস আলোচনার ভিত্তিতে এ চুক্তি সই হয়েছে বলেও জানান আরাকচি। এদিকে, মার্কিন জ্বালানি দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানের কাছ থেকে এ দপ্তর ৮৬ লাখ ডলার ব্যয়ে ৩২ টন ভারী পানি ক্রয় করবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এবং গবেষণা সংস্থাগুলোসহ দেশটির ভেতরে তৎপর একটি জাতীয় গবেষণাগারের কাছে মার্কিন জ্বালানি দপ্তর এ পানি বিক্রির পরিকল্পনা করেছে। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা অনুযায়ী ইউএফ৬ নামে পরিচিত সমৃদ্ধ ইউরেনিয়াম তেহরান বিক্রি করতে পারবে। বিনিময়ে তেহরান ইয়েলো কেক নামে পরিচিত প্রাকৃতিক ইউরেনিয়াম কিনতেও পারবে। প্রেসটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের কাছে ভারী পানি বিক্রি করেছে ইরান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ