Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে প্রকাশ্যে অফিস থেকে তুলে নিয়ে ধর্ষণ

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পাঞ্জাবে ২৪ বছরের এক দলিত যুবতীকে অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে ধর্ষণ করে এক যুবক। নির্যাতিত যুবতীর বাধা পরোয়া না করে কমপক্ষে একশো মিটার পথ টেনে-হিঁচড়ে নিয়ে যায় ওই যুবক। এরপর একটি পরিত্যক্ত খামার বাড়িতে নিয়ে ধর্ষণ করে সেই যুবতীকে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, জনসম্মুখে এই ঘটনা ঘটলেও কেউ সেই যুবতীকে বাঁচাতে এগিয়ে আসে না। ধর্ষণের পর পালিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েও চরম হেনস্থার মুখে পড়তে হয় সেই যুবতীকে। পুলিশ ওই যুবতীর এফআইআর নেয় পাঁচ দিন পর। কিন্তু, এক মাস কেটে গেলেও পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে গত ২৫ মার্চ, পাঞ্জাবের মুক্তাসর এলাকায়। যুবতীটি ওই এলাকায় একটি কম্পিউটার সেন্টারে কাজ করতেন। অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন প্রকাশ্যে যুবতীকে অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে এক যুবক। ওই যুবতী চিৎকার করে তাকে বাঁচানোর সাহায্য চাইলেও কেউই এগিয়ে আসেননি। পথচারীরা যে যার মতো চলে গিয়েছেন। পরে যুবতীটির অফিস থেকে বেরিয়ে আসেন তার সহকর্মীরা। কিন্তু, ততক্ষণে যুবতীকে নিয়ে উধাও হয়ে গেছে দুষ্কৃতীকারী। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে প্রকাশ্যে অফিস থেকে তুলে নিয়ে ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ