মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হেনেছে হারিকেন ফ্লোরেন্স। দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, হারিকেন ফ্লোরেন্সের প্রভাবে উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় প্রাণঘাতী ঝোড়ো ঢেউ আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। ইতোমধ্যে ওইসব অঞ্চলের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। প্রায় ১ লাখ বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ঝড়ের ফলে বহু লোক মারা যেতে পারে এবং এটি বড় ধরনের বন্যা ডেকে আনতে পারে। উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা ও ভার্জিনিয়ার প্রায় ১০ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে হাজারো লোক জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।