Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে টার্মিনালেই ২ বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৯

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ২:১৪ পিএম | আপডেট : ৬:১০ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

এবার ওভারটেকিং করার সময় রংপুর মহানগরীর খোদ বাস টার্মিনালেই দুই বাসের সংঘর্ষে মারা গেলেন দুই যাত্রী। আহত হলেন আরো ৯ জন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা লোকাল বাস (ঢাকা মেট্রো-১৪-১০৮৬) রংপুর টার্মিনাল চৌরাস্তা মোড়ে আসা মাত্রই গাইবান্ধাগামী অপর একটি লোকাল বাস (রংপুর জ-৪-০০৩১) ওভারটেকিং করার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এরা হলেন- নগরীর বড়বাড়ি এলাকার দুলাল চন্দ্র (৪৪) এবং আরেকজন অজ্ঞাতনামা মহিলা। এ ঘটনায় ৯ জন আহত হয়েছে।

তিনি জানান, ঘটনার সাথে সাথেই পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ