মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ফ্লোরেন্স। নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ার দশ লক্ষের বেশি অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি পূর্ণ শক্তিতে বয়ে যেতে পারে।
ফ্লোরেন্স দুর্বল হয়ে ক্যাটাগরি-১ ঝড়ে পরিণত হয়েছে ও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েক ফুট পানি জমে যেতে পারে, হতে পারে আকস্মিক বন্যা।
ইতোমধ্যে আক্রান্ত এলাকার এক লক্ষ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার রাত থেকেই হাজার হাজার মানুষ নিরাপত্তা শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়, দুর্বল হয়ে গেলেও হারিকেন ফ্লোরেন্স এখনও অনেক মানুষের প্রাণহানি ঘটাতে সক্ষম।
নদী-তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষ হারিকেন ফ্লোরেন্স এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।