Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের হিজাব পরা তরুণী ব্লগার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম | আপডেট : ৬:০৬ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

তিনি মিয়ানমারের এক মুসলিম তরুণী ব্লগার। নামউইন লে ফাইয়ুসিন। বয়স ১৯। হিজাব পরেন। রূপ চর্চার বিষয়াদি নিয়ে তিনি ব্লগিং করেন। হিজাব পরা এই ব্লগারর প্রায়ই সমালোচনা ও বৈষম্যেও শিকার হন।
মুসলিম ব্লগার
পাঁচ কোটি মানুষের দেশ মিয়ানমাওে মুসলমান মাত্র পাঁচ শতাংশ। অনেকদিন ধরে তারা সেখানে নিপীড়নের শিকার হচ্ছেন। নতুন মসজিদ নির্মাণের অনুমতি পাচ্ছেন না। বৌদ্ধ বাড়িওয়ালাদের কাছ থেকে বাসাভাড়া পেতেও তাদের সমস্যা হয়। এমন এক দেশে মুসলিম ব্লগার হিসেবে পরিচিত হয়ে উঠেছেন হিজার পরা তরুণী উইন লে ফাইয়ুসিন।
বিষয় রূপচর্চা
এই বিষয়ে ভিডিও ব্লগিং করেন সিন। রূপচর্চার নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। ব্লগার হিসেবে পরিচিতি পাওয়ার পর একটি প্রশিক্ষণ কেন্দ্রও খুলেছেন। এখন পর্যন্ত প্রায় ৬শ’ জন সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছে।
যেভাবে শুরু
সিন জানান, হাইস্কুলে পড়াশোনা শেষ করার পর তার ছেলে বন্ধু তাকে একদিন মেকআপের কিছু পণ্য উপহার দিয়েছিল। কিন্তু সেগুলো ব্যবহারের নিয়ম তখনো তিনি জানতেন না। ফলে গুগলের সহায়তা নিয়ে সেসব বিষয়ে ধারণা নিয়েছিলেন তিনি। পরে অন্যদের সাহায্য করতে মেকআপ বিষয়ে পরামর্শমূলক একটি ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করেছিলেন। সেই থেকে শুরু। তার অনুসারী বাড়ছে।
সিনের ফেসবুক পাতায়ও অনুসারীর সংখ্যা প্রায় ছয় হাজার। এবং তা দিন দিন বাড়ছে। সম্প্রতি রূপচর্চা বিষয়ক পণ্যের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
রূপচর্চা নিয়ে ব্লগ করা অন্য ব্লগারাও সেখানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে হিজাব পরা ও সারা শরীর ঢাকা সিনের পোশাক আলোচিত হয়েছিল।
‘হিজাব চাবির মতো’
হিজাব পরা নিয়ে সিনের কোনো সংকোচ নেই। তিনি বলেন, ‘আমাদের আল্লাহ আমার জন্য অনেক রাস্তা খুলে দিয়েছেন। হিজাব আমার কাছে চাবির মতো। এটি ব্যবহার করে আমি যেখানে ইচ্ছা যেতে পারি, যা ইচ্ছা করতে পারি।’
সমালোচনা
ফেসবুকে অনেক সমালোচনামূলক মন্তব্য পান তিনি। কারণ, রক্ষণশীল মুসলমানদের কাছে মেকআপ বিষয়টি ট্যাবু হিসেবে বিবেচিত। কিন্তু সিন এসব সমালোচনার জবাব দেন না। কারণ, এটি তার কাছে শুধু সময়ের অপচয় মনে হয়। ‘আমার অনেক কাজ’ বলেন তিনি।
বৈষম্যের শিকার
একবার এক বৌদ্ধ নারী যখন জানতে পারেন সিন একজন মুসলিম, তখন তিনি তার (সিন) রূপচর্চার ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিলেন। খবর ডয়েচে ভেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ