মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যে কাজের জন্য বার বার বাড়িতে কথা শুনতে হয় আপনাকে, সেই কাজটাই হতে পারে আপনার ‘লুক্রেটিভ জব’। শুধু ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে চ্যানেল সার্ফিং করে মিলতে পারে পৌনে দুই লক্ষ টাকা। মোটামুটি ১০০ ঘণ্টা হাঁ করে বসে টিভি দেখাই এজন্য যথেষ্ট।
সম্প্রতি এরকম একটি কজের অফার দিয়েছে ‘হাউ টু ওয়াচ ডট কম’ নামের একটি ওয়েবসাইট। অক্টোবর মাসেই ১০০ ঘণ্টা টিভি দেখার জন্য দুই লক্ষ টাকা বেতন ধার্য করা হয়েছে বলে সংস্থাটির সূত্রে জানিয়েছে একটি সংবাদ সংস্থা। এই নির্দিষ্ট ওয়েবসাইটটির জন্যই আপনি ‘বিজ্ঞ ওয়াচার’ হতে পারেন। ডিরেক টিভি নাউ, ফুবো টিভি, হুলু উইদ লাইভ টিভি, ফিলো, প্লে স্টেশন ভিউ, স্লিং টিভি, ইউটিউব টিভি-এই সবকটা চ্যানেলেরই সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে হাউ টু ওয়াচ ডট কম নামের ওয়েবসাইটটির। প্রতিটি চ্যানেল মোটামুটি ১৪ ঘণ্টা দেখলেই হবে। আর জানতে হবে সাম্প্রতিক কালের খবর, কোন খেলার কত স্কোর, কোন খবরের ট্রেন্ড চলছে?
স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো দেখে আপনাকে ঠিক ররতে হবে, কোন চ্যানেলে কী শো কেমন লাগছে। সঙ্গে রাখতে হবে স্কোর কার্ড। সোশ্যাল মিডিয়ায় জানান দিতে হবে সে কথা। অর্থাৎ সোশ্যাল মি়ডিয়ায় সক্রিয় থাকতে হবে। হাই কোয়ালিটি ও লো কোয়ালিটি স্ট্রিমিংয়ের তফাত বুঝতে হবে।
যাঁরা ভাবছেন, এই কাজে আপনি দক্ষ তাহলে বরং একটা চিঠি দিয়েই ফেলুন সংস্থাকে। অক্টোবরের চার তারিখ পর্যন্ত আপনি চাকরির আবেদন করতেই পারেন। তবে নভেম্বরের এক তারিখের মধ্যে ১০০ ঘণ্টা স্ট্রিমিং শেষ করতেই হবে আপনাকে। সূত্র- আনন্দবাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।