Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সাবেরী আজল ও জিতু’র জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

অভিনেত্রী সাবেরী আলম ও অভিনেতা জিতু আহসানের আজ জন্মদিন। যেহেতু ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সাবেরী আলমের ছোট ভাই নির্মাতা আহীর আলম মারা যান, সেই থেকে নিজের জন্মদিনে সাবেরী নিজে তেমন কিছুই করেন না। সাবেরী আলমের স্বামী আবু নাদিম মোতাহের যতোদিন বেঁচে ছিলেন, ততোদিন সাবেরীর জন্মদিনে কিছু না কিছু করতেন। কিন্তু এখন সাবেরী তার জন্মদিনের আগের দিন বনানী কবরস্থানে যান আহীরের কবরের কাছে। তবে সাবেরী আলম জানান, তার বড় বোন ইমন তার বাসায় আসবেন আজ এবং দু’বোন একসঙ্গে সময় কাটাবেন। সঙ্গে থাকবে সাবেরীর দুই সন্তান অনন্য ও অনন্ত। নিজের জন্মদিন প্রসঙ্গে সাবেরী আলম বলেন, ‘আহীর মারা যাবার পর থেকে জন্মদিনে আমার তেমন কিছুই করা হয়ে উঠেনা। নাদিম বেঁচে থাকলে হয়তো অনেক কিছুই করা হতো। কিন্তু নাদিমও নেই। তাই জন্মদিনকে ঘিরে তেমন কোনই পরিকল্পনা করা হয়না। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, অভিনয়টা যেন ভালোভাবে করে যেতে পারি। আর অবশ্যই জিতুকে জন্মদিনের শুভেচ্ছা।’ জিতু আহসানেরও আজ জন্মদিনে সারাদিন নানা কাজের মধ্যদিয়েই কেটে যাবে। সন্ধ্যার পর তিনি তার স্ত্রী তাসকিনা আলী, দুই সন্তান আদিবা ও আবরারকে সঙ্গে নিয়ে বাইরে বের হবেন। জিতু আহসান বলেন, ‘এবারের জন্মদিনে কিছু ব্যক্তিগত কাজে ভীষণ ব্যস্ত থাকবো। তাই জন্মদিনে আয়োজন করে কিছু করার কোন পরিকল্পনা নেই। সবার কাছে জন্মদিনে দোয়া চাই যেন সবাইকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি।’ এই দুই গুণী অভিনেত্রী ও অভিনেতাকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ