প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডে নির্মিত আটটি ফিল্ম মুক্তি পেতে পারে আগামী কাল। ফিল্মগুলো হল- ‘মানমার্জিয়া’, ‘লুপ্ত’, ‘কঠোর’, ‘হোটেল মিলান’, ‘লাভ সোনিয়া’, ‘লাভ সোনিয়া’, ‘টার্নিং পয়েন্ট’, এবং ‘টোয়েন্টি টু ডেজ’। একসঙ্গে এতোগুলো ফিল্ম মুক্তি পাওয়া মানেই আরেকটি মন্দা সপ্তাহের মুখোমুখি হচ্ছে বলিউড। রোমান্টিক ড্রামা ‘মানমার্জিয়া’ মুক্তি পাচ্ছে এ কালার ইয়েলো প্রডাকশন, ফ্যান্টম ফিল্মস এবং এরোস ইন্টারন্যাশনালের ব্যানারে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আনন্দ এল. রাই এবং অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপের পরিচালনায় অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, অভিষেক বচ্চন এবং অন্যরা। ফিল্মটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। হরর ফিল্ম ‘লুপ্ত’ মুক্তি পাচ্ছে আরডি এন্টারটেইনমেন্টের ব্যানারে। ফিল্মটি প্রযোজনা করেছেন হনভান্ত খাটরি এবং ললিত কিরি। প্রভুরাজের পরিচালনায় অভিনয় করেছেন জাভেদ জাফরি, বিজয় রাজ, করণ আনন্দ, নিকি ওয়ালিয়া, মীনাক্ষী দীক্ষিত এবং ঋষভ চাদ্দা। সঙ্গীত পরিচালনায় সিদ্ধার্থ পরাশর। ড্রামা ফিল্ম ‘কঠোর’ পরিচালনা করেছেন করণ কাশ্যপ এবং অভিনয় করেছেন ললিত পারিমু, শীতল দিমরি এবং অভিষেক পাণ্ডে। বিশাল মিশ্র’র পরিচালনায় ‘হোটেল মিলান’ ফিল্মটিতে অভিনয় করেছেন কুণাল রায় কাপুর, জিশান কাদরি এবং কারিশমা শর্মা। নিতিন কাক্কার পরিচালিত কমেডি ফিল্ম ‘মিত্রোঁ’তে অভিনয় করেছেন জ্যাকি ভাগনানি, কৃতিকা কামরা, প্রতীক গান্ধি এবং নিরাজ সুদ। ড্রামা ফিল্ম ‘লাভ সোনিয়া’ পরিচালনা করেছেন তাবরেজ নুরানি; এতে অভিনয় করেছেন আদিল হুসেন, রিচা চাদ্দা, মনোজ বাজপেয়ি এবং ম্রুনাল ঠাকুর। সুধীরদুর্লভ তান্দেলের পরিচালনায় মিউজিকাল ড্রামা ‘টার্নিং পয়েন্ট’ ফিল্মে অভিনয় করেছেন সানি পাঞ্চোলি, অপূর্ব অরোরা এবং শাবাজ খান। রোমান্স ড্রামা ‘টোয়েন্টি টু ডেজ পরিচালনা করেছেন শিবম তিওয়ারি; অভিনয় করেছেন শিবম তিওয়ারি, কৃতিকা মিশ্র এবং সোফিয়া সিং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।