Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এগিয়ে আছে মানমার্জিয়াঁ

| প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গত শুক্রবার ‘মানমার্জিয়া’, ‘লুপ্ত’, ‘কঠোর’, ‘হোটেল মিলান’,’মিতরোঁ’ ‘লাভ সোনিয়া’, ‘টার্নিং পয়েন্ট’, এবং ‘টোয়েন্টি টু ডেজ’ফিল্মগুলো মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘মানমার্জিয়া’, ’মিতরোঁ’ এবং ‘লাভ সোনিয়া’ফিল্ম তিনটিই যা আয় করেছে। রোমান্টিক ড্রামা ‘মানমার্জিয়া’পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। প্রধান তিন ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, অভিষেক বচ্চন। শুক্রবার ৩.৫২ কোটি রুপি দিয়ে শুরু করে চলচ্চিত্রটি সপ্তাহান্তে আয় করেছে ১৪.৩৩ কোটি রুপি। সোমবারের আয় ১.২ কোটি রুপি। ড্রামা ফিল্ম ‘লাভ সোনিয়া’ পরিচালনা করেছেন তাবরেজ নুরানি; এতে অভিনয় করেছেন আদিল হুসেন, রিচা চাদ্দা, মনোজ বাজপেয়ি এবং ম্রুনাল ঠাকুর। ফিল্মটি ৬৫ লক্ষ রুপি দিয়ে যাত্রা শুরু করে সপ্তাহান্ত আয় করেছে ৩.১ কোটি রুপি। নিতিন কাক্কার পরিচালিত কমেডি ফিল্ম ‘মিত্রোঁ’তে অভিনয় করেছেন জ্যাকি ভাগনানি, কৃতিকা কামরা, প্রতীক গান্ধি এবং নিরাজ সুদ। এর প্রথম দিনের আয় ৫৫ লক্ষ রুপি।সপ্তাহান্তের আয় ২.৭৫ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানমার্জিয়াঁ

২১ সেপ্টেম্বর, ২০১৮
২০ সেপ্টেম্বর, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ