Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালী অঞ্চলে বইছে নির্বাচনী হাওয়া

বিশেষ সংবাদদাতা, নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৯:০৬ পিএম

বহুল আলোচিত আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী অঞ্চলে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির তৎপরতা লক্ষনীয় । প্রচার প্রচারনায় আওয়ামীলীগ ও জাতীয় পার্টি এগিয়ে রয়েছে। অপরদিকে শক্তিশালী প্রতিপক্ষ বিএনপি দৌড়ের ওপর থাকলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নোয়াখালী অঞ্চলকে বলা হয় বিএনপির দূর্ভেদ্য ঘাঁটি। ১৯৯১ থেকে ২০০৮ পর্য্যন্ত ৪টি জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পক্ষান্তরে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন জোট ১৩টি আসনে জয়ী হয়। এরমধ্যে ১২টি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নোয়াখালীতে যে পরিমাণ উন্নয়ন কাজ চলছে সেটা বিগত শত বছরেও হয়নি তেমনিভাবে মামলা মোকদ্দমায় জড়িয়ে বিএনপিকেও দৌড়ের মধ্যে রাখা হয়েছে।
নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে বর্তমান এমপি একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী -৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়া নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ী), নোয়াখালী -২ (সেনবাগ-সোনাইমুড়ী একাংশ) ও নোয়াখালী - ৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামীলীগের একাধিক শক্তিশালী প্রার্থী রয়েছে। এক কথায় সামাজিক, অর্থনৈতিকভাবে এসব আসনে কেউ কারো চাইতে কম নয়। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামীলীগের বর্তমান এমপি আয়েশা ফেরদৌস ও তার স্বামী সাবেক এমপি মোহাম্মদ আলী মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। চাটখিল আসনে বর্তমান এমপি এইচএম ইব্রাহিমের পাশাপাশি আরেক শক্তিশালী প্রার্থী ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের নাম শোনা যাচ্ছে। দু’জনই এলাকার উন্নয়নে বেশ সচেতন। জাহাঙ্গীর আলম এলাকার উন্নয়নের পাশাপাশি গণসংযোগ, গরীব অসহায়দের সহযোগিতা প্রদান এবং কয়েক শ’ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এ আসনে সাবেক ছাত্রনেতা, তরুণ শিল্পপতি ও ম্যাপচৌ গ্রæপের এমডি জসিম উদ্দিন আরমানও মনোনয়ন প্রত্যাশী। সেনবাগ আসনে এমপি মোরশেদ আলমের পাশপাশি তমা গ্রুপের কর্ণধার ও সমাজসেবী আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক ড. জামাল উদ্দিন এফসিএ ও জাফর আহমদ চৌধুরীর নাম শোনা যাচ্ছে । বেগমগঞ্জ আসনে বর্তমান এমপি মামুনুর রশিদ কিরনের পাশাপাশি আরেক শক্তিশালী প্রার্থী শিল্পপতি ও সমাজসেবী মিনহাজ আহমেদ জাবেদ এর নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। উল্লেখ্য, মিনহাজ আহমেদ জাবেদ জনপ্রতিনিধি না হয়েও বেগমগঞ্জের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি প্রস্তুতি নিচ্ছে বলে নেতা কর্মীদের সূত্রে জানা গেছে। হামলা, মামলা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দৌড়ের মধ্যে থাকলেও দলটির সাংগঠনিক অবস্থান শক্তিশালী। এ প্রসঙ্গে বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মীর সাথে আলাপকালে তারা জানায়, নির্বাচনের জন্য দলের নেতা কর্মীরা প্রস্তুত। আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি প্রার্থী পরিবর্তন হবেনা বলে একাধিক সূত্রে জানা গেছে। এসব আসনের প্রার্থীরা হলেন, নোয়াখালীর চাটখিল আসনে বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, সেনবাগ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক, বেগমগঞ্জ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি বরকত উল্লা বুলু, নোয়াখালী সদর আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি ও তৃণমূল সমন্বয়ক মো. শাহজাহান, কোম্পানীগঞ্জ আসনে সাবেক উপ রাষ্ট্রপতি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ। অপরদিকে হাতিয়া আসনে সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিমকে বিএনপিতে ফিরিয়ে এনে মনোনয়ন দেয়া হতে পারে বলে গুঞ্জন চলছে।



 

Show all comments
  • একেসি চেীধুরী ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১:৫১ পিএম says : 0
    জাফর আহমদ চেীধুরী একজন খাঁটি কৃষকের সন্তান। এলাকার কৃতি সন্তান, জনমানুষের দীর্ঘ দিনের নেতা। জাফর আহমদ চেীধুরী বিগত ২০-২৫ বছর যাবৎ থেকে নোয়াখালীর সেনবাগে (সেনবাগ-সোনামুড়ী একাংশ) আওয়ামীলীগের তৃণমূলের কাছে একমাত্র ভদ্র, অমায়িক ব্যবহার, নি:অহংকার, স্বজন ব্যক্তি ও জনপ্রিয় নেতা, তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। জাফর আহমদ চেীধুরী আওয়ামীলীগের একেবারেই দুঃসময়ের ত্যাগী নেতা, যখন সেনবাগের ৯০% ভোট বিএনপি পেত এবং বিএনপি ছাড়া কোন কথাই ছিলনা সেনবাগে। সেখান থেকে জাফর আহমদ চেীধুরী খুব দ্রæত নিজের দরদী সমাজ সেবা, এলাকার ব্যক্তিগত উন্নয়ন, সততা, মানুষের ভালোবাসা, মেধা ও প্রজ্ঞা দিয়ে জনগনের মধ্যে স্থান করে নিতে পেরেছেন এবং সত্যিকার অর্থে আজকের সেনবাগে জাফর আহমদ চেীধুরী আগামী নির্বাচনে নমিনেশন পাওয়ার একমাত্র খাঁটি দাবীদার, তিনি নমিনেশন পেলে জেতার সম্ভাবনা খুবই বেশী। নচেৎ নতুন কাউকে নমিনেশন দিলে দলে দ্বিধা বিভক্তি হতে পারে। আর বাকীরা নমিনেশন প্রার্থীরা সত্যিকার অর্থে সেনবাগের দুঃসময়ের বন্ধু এবং তৃণমূল নেতা নয়, এলাকায় নতুন মুখ, অতীতে এলাকার রাজনীতিতে সরাসরি কখনও অংশগ্রহণ করেননি এবং দেখাও যায়নি। জনাব, আতাউর রহমান মানিক সাহেব সেনবাগে একেবারেই নতুন মুখ, অর্থের কোন অভাব নেই, তিনি সামান্য কিছুদিন আগে অন্য জায়গায় হতে এসে সেনবাগে বাড়ি করেছেন এবং জনাব, মোর্শেদ সাহেব ও সত্যিকার অর্থে সেনবাগের লোক ছিলেন না, তিনি নির্বাচনী সীমানা পরিবর্তন হওয়ার পূর্বে সোনামুড়ীর ভোটার ছিলেন। ১০০% সত্যিকার অর্থে তিনি কোন জনপ্রিয় বা তৃণমূলের কোন নেতা নয়, অর্থ ও প্রভাব প্রতিপত্তি আছে, তাই তিনি নেতা, নমিনেশনও পেয়েছেন। জনাব, জামাল উদ্দিন সাহেব ও কোন তৃণমূলের নেতা নয়, তিনি একটি বিশ্ব-বিদ্যালয়ের সাবেক ভিসি স্যারের সুপারিশে একবার বাংলাদেশ আওয়ামীলীগের নমিনেশন পেয়েছেন, তবে এবারও সে প্রক্রিয়া চলছে। সত্যিকার অর্থে জনগনের নেতা নয়। তাই, বাংলাদেশ আওয়মীলীগের নমিনেশন বোর্ডের নিকট একান্ত অনুরোধ, নমিনেশন দেওয়ার পূর্বে প্রার্থীদের অতীত ইতিহাস, জনপ্রিয়তা, সৎ, ভালো ব্যবহার, দুঃসময়ের বন্ধু, সত্যিকার অর্থে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অ|ছে কি?, এলাকার মানুষের সাথে সহজে মেশা, নি: অহংকারী, সব সময় মানুষের পাশে থাকা, সাধারণ মানুষের নেতা ইত্যাদি বিবেচনা করার অনুরোধ রইলো।
    Total Reply(0) Reply
  • ১২ সেপ্টেম্বর, ২০১৮, ৬:২৬ পিএম says : 0
    বি এন পি নিবাচনে না আসলে আওয়ামৗলৗগ জোট আর জাতৗয় পাটৗর ঐকজোটের ভিতরে ভাল লড়াই হবে নিবাতনের মাঠে কারণ বি এন পির সাবেক কিছু এম পি জাতৗয় পাটৗর জোটে যাওয়ার অপেক্ষায় আছে.
    Total Reply(0) Reply
  • ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৪৭ এএম says : 0
    নোয়া খালৗতে জাতৗয় পাটৗ অতৗতের যে কোন সময়ের চেয়ে অনেক শঔিশালৗ অবস্থান তৈরি করতে পেয়েছে.
    Total Reply(0) Reply
  • ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৪৯ এএম says : 0
    নোয়াখালৗ আসন গুলোতে জাতৗয় পাটৗর জোট ভাল ফলাফল করবে.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ