Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ইরানের আকাশসীমায় সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৮:০৯ পিএম

ইরানের আকাশসীমায় অবস্থানের সময় এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আকশসীমায় সামরিক হামলার আশঙ্কা এবং ২০১৭ সালের ডিসেম্বরে একটি যুদ্ধবিমানের দ্বারা অজ্ঞাতনামা এক মার্কিন বেসামরিক বিমানকে অবরুদ্ধ করে রাখার প্রেক্ষিতে এই সতর্কবার্তা দেয়া হয়েছে।

গত রোববার মার্কিন অপারেটরদের দেওয়া এক নির্দেশনায় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ সতর্কবার্তা দেয়। ২০১৭ সালের ওই ঘটনায় এক বছর পূর্তির আগেই সতর্কবার্তা জারি করা হলো।
সিরিয়া যুদ্ধের সঙ্গে জড়িত ইরান তাদের আকাশসীমা থেকে সামরিক হামলা চালাচ্ছে দেশটিতে। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির দেশের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে চলতি বছর যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্প গত মে মাসে পুনরায় তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে দু'দেশের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।
এয়ারলাইন্সের কাছে আকাশসীমা সম্পর্কে নিরাপদ বার্তা প্রদানকারী সংস্থা ফ্লাইট সার্ভিস ব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক ক্রমাগত খারাপ হতে থাকায় বিপদপ্রদানকারীর সংকেত ছাড়া ইরানের আকশসীমায় ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রুপ ইমেইলের মাধ্যমে যাত্রীদের জানায়, গত বছর নভেম্বরে ইরাকের আকাশসীমা খুলে দেওয়া হলেও সেখানে অতিরিক্ত রুটের ব্যবস্থা করা হয়। কেননা ওই অঞ্চলে কোনো নিখুত রুট নেই। তাই অপারেটরকে ইরাক এবং ইরানের মধ্য থেকে একটিকে বাছাই করে নিতে হবে।
মার্কিন পররাষ্ট্র দফতর নির্বিচারে গ্রেফতার এবং আটকের কারণে দেশটির নাগরিকদের ইরানে ভ্রমণ না করার উপদেশ দিয়েছেন। ফ্লাইট সার্ভিস ব্যুরো জানিয়েছে, মেডিকেল এবং টেকনিক্যাল কারণে ইরানে আমাদের একটি বিমান অবতরণের ঘটনার পর থেকেই এ সমস্যা শুরু হয়।সূত্র: ওয়াশিংটন পোষ্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানের আকাশসীমা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ