Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্দরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৯ এএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে বন্দরের সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইব্রাহিম (৪০)। তার বাড়ি রূপগঞ্জ এলাকায়।
পুলিশ জানায়, সোনাচড়া এলাকাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম অভিযান চালালে তাদের উদ্দেশ্য করে ডাকাতেরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে ক্রসফায়ারে পড়ে ইব্রাহিমের মৃত্যু হয়। আহত হন উপ-পরিদর্শক (এসআই) সাইয়াদুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ খান।
ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে বলে বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলীম জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ