Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ চারে চট্টগ্রাম আবাহনী

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মৌসুম সুচক ফুটবল টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শেষ চারে জায়গা করে নিলো চট্টগ্রাম আবাহনী। গ্রæপের শেষ ম্যাচে তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ড্র করেছে। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রæপের শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী ম্যাচ ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। এই ড্র’র ফলে ১০ পয়েন্ট নিয়ে গ্রæপের দ্বিতীয় দল হিসেবে চট্টগ্রাম আবাহনী টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করলো। শেখ জামাল আগেই শেষ চার নিশ্চিত করে। তারা ১৩ পয়েন্ট পেয়ে শীর্ষেই থেকে গ্রæপ পর্ব শেষ করেছে। সেমিতে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ‘বি’ গ্রæপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। আর শেখ জামাল খেলবে ‘বি’ গ্রæপের ঢাকা আবাহনী ও টিম বিজেএমসির মধ্যকার ম্যাচের বিজয়ীদের বিপক্ষে।
কাল ম্যাচের শুরুতেই গোল পেতে পারতো চট্টগ্রাম আবাহনী। ২ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিওক্স একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষ রক্ষণভাগে প্রবেশ করেন। জামাল গোলরক্ষক মোস্তাককে একা পেয়েও তিনি বল সরাসরি তার হাতে তুলে দেন। ১৯ মিনিটে পেনাল্টিতে গোল করে এগিয়ে যায় শেখ জামাল। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনকে অবৈধভাবে রুখে দেন আবাহনী গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। রেফারী পেনাল্টির নির্দেশ দিলে তা থেকে গোল করেন এমেকা (১-০)। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল। তবে বিরতির পর অনেকটা ভিন্ন চেহারায় আবির্ভূত হয় চট্টগ্রাম আবাহনী। তারা একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে শেখ জামালকে। ৬৬ মিনিটে লিওনেল প্রিওক্সের ডান পায়ের জোরালো শট পাঞ্চ করে কর্নারের বিনিময়ে গোল রক্ষা করেন জামাল গোলরক্ষক মোস্তাক। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৭৭ মিনিটে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। এসময় তাদের মরোক্কান মিডফিল্ডার তারিক আল জানাবির ফ্রি কিকে চমৎকার রিফ্লেক্স হেডে সমতাসূচক গোলটি করেন নাইজেরিয়ান ডিফেন্ডার আলিসন উডোকা (১-১)। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত অমিমাংসিতভাবেই শেষ হয় খেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ চারে চট্টগ্রাম আবাহনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ