Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিংবদন্তি বুবকার সঙ্গে মুস্তাফিজের তুলনা

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সাবেক বাঁ হাতি পেসার ও ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স বলছেন, মুস্তাফিজও বুবকার মতো ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে! এবারের আইপিএলের অন্যতম আলোচিত নাম মুস্তাফিজ। উইকেট ৪ ম্যাচে ৫টি, তবে নজর কেড়েছেন মূলত বিশ্বসেরা সব ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে ও বিপাকে ফেলে। ব্যতিক্রম ছিল না সর্বশেষ গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচটিও। প্রথম তিন ম্যাচের সবকটি জেতা দলের বিপক্ষে গেলপরশু ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়েছেন মুস্তাফিজ। তাকে পড়তে হিমশিত খেয়েছেন ব্রেন্ডন ম্যাককালামের মত ব্যাটসম্যান। নিজের প্রথম ওভারেই দুবার কাটারে বোকা বানান ম্যাককালামকে। মুস্তাফিজকে খেলতে ভুগেছেন অন্যরাও। ম্যাচে ৮ উইকেটে ১৩৫ রানে গুটিয়ে যায় লায়ন্স। জবাবে ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের ব্যাটিং দৃঢ়তায় ১০ উইকেটে জেতে মুস্তাফিজের দল।
প্রতি ম্যাচেই মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞরা। মুস্তাফিজ বোলিংয়ে আসার শুরুতেই তাকে ‘ম্যাজিকাল বয় ফ্রম বাংলাদেশ’ বলেছিলেন অ্যালেন উইলকিন্স। খানিকপর মুস্তাফিজের বোলিং বৈচিত্রে মুগ্ধ হয়েই এক পর্যায়ে তুলনা করেন পোল ভল্টের রাজা সের্গেই বুবকার সঙ্গে, ‘মুস্তাফিজকে যতবার দেখবেন, পরমুহূর্তেই সে আরও দারুণ কিছু নিয়ে সে আপনার সামনে হাজির হবে। অনেকটা সের্গেই বুবকার মত, যে নিজের রেকর্ড প্রতিনিয়ত ছাড়িয়ে যেত নিজেই।’
বুবকার প্রতিদ্ব›দ্বী ছিলেন কেবল তিনিই। নিজেকে ছাড়িয়ে যাওয়াই ছিল ইউক্রেনিয়ান পোল ভোল্টারের নিত্য লড়াই। ক্যারিয়ারে পুরুষদের পোল ভল্টে ৩৫ বার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন টানা ছয়বার বিশ্ব চ্যাম্পিয়শিপ জেতা বুবকা। এর মধ্যে নিজের রেকর্ডই ভেঙেছিলেন ১৪ বার।
গত এশিয়া কাপ থেকেই মুস্তাফিজের গুণমুগ্ধ ম্যাথু হেইডেন। কদিন আগেই বলেছিলেন, এবারের আইপিএলে তার মনে সেরা বোলার মুস্তাফিজ। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার এদিনও ধারাভাষ্যে উচ্ছ¡সিত প্রশংসা করেছেন মুস্তাফিজের, ‘সে অসাধারণ এক প্রতিভা। এত বৈচিত্র ওর হাতে, ব্যাটম্যানকে একটুও থিতু হতে দেয় না। ম্যাককালামের মত ব্যাটসম্যানকে স্বস্তি দেয়নি।’ পাশ থেকে তখন সাবেক কিউই পেসার ও আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন যোগ করেন, ‘এখন দেখার বিষয়, এখান থেকে নিজেকে কতটা সামনে এগিয়ে নিতে পারে সে।’
এমন একজন বোলারের কাছ থেকে কিছু শিখতে পারাও যে ভাগ্যের! গুজরাট লায়ন্সের চার ব্যাটসম্যানকে আউট করে ম্যাচ সেরা ভুবনেশ্বর কুমার মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন, বাংলাদেশি এই পেসারের কাছ থেকে ‘¯েøায়ার’ শেখার চেষ্টা করছেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় ধারাভাষ্যকার ও উপস্থাপক উইলকিন্সের প্রশ্নের জবাবে ভুবনেশ্বর বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে বল করতে পারা দারুণ ব্যাপার। তার কাছ থেকে আমি ¯েøায়ার বল করা শেখার চেষ্টা করছি; কিন্তু সে যেভাবে এটা করে তা কেউ পারে না।’
ম্যাচ চলার সময়ও মুস্তাফিজের বোলিংয়ের বিশেষ করে সেøায়ারের প্রশংসা করেন ভুবনেশ্বর। ইনিংস বিরতিতে টিভি সাক্ষাৎকারে এই বাঁ-হাতি পেসার বলেন, ‘ওর (মুস্তাফিজ) বোলিং অ্যাকশন একটু ভিন্ন, সেøায়ার বল পড়তে পারা খুব কঠিন।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারও মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেন।

 



 

Show all comments
  • Suvro ২৩ এপ্রিল, ২০১৬, ১১:০৬ এএম says : 0
    One day he will be a Legend. IN SHA ALLAH
    Total Reply(0) Reply
  • Asma ২৩ এপ্রিল, ২০১৬, ১১:০৯ এএম says : 0
    He is not only a big asset of Bangladesh, but also whole cricket world.
    Total Reply(0) Reply
  • সুজন ২৩ এপ্রিল, ২০১৬, ১১:১১ এএম says : 0
    আসলেই সে ম্যাজিকাল বয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিংবদন্তি বুবকার সঙ্গে মুস্তাফিজের তুলনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ