Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যৌন হয়রানির অভিযোগে মার্কিন মিডিয়া মুঘল মুনভিসের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৬ এএম

যৌন হয়রানির খবর প্রকাশ্যে আসার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া জায়ান্ট সিবিএসের প্রধান লে মুনভিস পদত্যাগ করেছেন। সূত্র: বিবিসি

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্কার এ বিষয়ে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে মুনভিসের বিরুদ্ধে ছয় জনের বেশি নারী যৌন হয়রানির অভিযোগ তোলেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ৬৮ বছরের মুনভিস।

এদিকে তার বিরুদ্ধে তদন্ত করছে সিবিএস কর্তৃপক্ষ।



যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে সিবিএস ও মুনভিস নিজে ২০ মিলিয়ন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অভিযোগ উঠে মুনভিস তার অফিসের কর্মী ও অভিনেত্রীদের যৌন নিপীড়ন করেছেন। তার অসৎ উদ্দেশ্যে সাড়া না দেয়ায় একাধিক নারীকে তিনি ক্যারিয়ার ধ্বংসেরও হুমকি দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন মিডিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ