Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্ণফুলী গ্যাসের অভিযানে ৪৬০ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-কেজিডিসিএল-এর উদ্যোগে অবৈধ ও অননুমোদিত সরঞ্জামের মাধ্যমে গ্যাস ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করায় আরও ৪৬০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল পর্যন্ত এক মাসে নগরীর হামজারবাগ, চান্দগাঁও, বাকলিয়া, জামালখান, নাসিরাবাদ, ও আর নিজাম রোড, খুলশী, বাংলাবাজার, বায়েজিদ, রেয়াজউদ্দিন বাজার, চরচাক্তাই, কোতোয়ালী, বন্দরটিলা, পাহাড়তলী, দক্ষিণ কাট্টলী, উত্তর কাট্টলী ও জেলার রাউজান, রাঙ্গুনিয়া, কর্ণফুলী, পটিয়া এলাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে ৪৫২টি (১০২টি রাইজার) আবাসিক, ৬টি বাণিজ্যিক, ২টি শিল্পসহ মোট ৪৬০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় কেজিডিসিএল’র প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, প্রকৌশলী মো. আলমগীর হোসেন এবং প্রকৌশলী পলাশ সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংযোগ বিচ্ছিন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ