Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স¤প্রসারণ করতে চায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বেশ কয়েকটি দেশ। রোহিঙ্গা গণহত্যার তদন্ত ও দোষীদের বিচারের জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে দেশটির সামরিক বাহিনীর সংশ্লিষ্ট শীর্ষ দুটি কোম্পানির ওপর সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের চিন্তা চলছে। এতে পুরো দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত হওয়ার আশঙ্কায় কোনও কোনও দেশ বিকল্প নিষেধাজ্ঞার কথাও ভাবছে। সেক্ষেত্রে শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ ও তাদের সম্পত্তি জব্দ করা হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের তিন কূটনীতিকের সঙ্গে আলোচনার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এই খবর জানিয়েছে। ইউরোপের কয়েকটি দেশ ও ইউরোপীয় কমিশনের ওপর চাপ তৈরি করতে আজ সোমবার ব্রাসেলস সফর করবেন কয়েকজন রোহিঙ্গা নাগরিক। প্রসঙ্গত, গত বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গা বিরোধী সেনা অভিযানে মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যেই মিয়ানমারের সাতজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে তাদের সম্পত্তি জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ওই সেনা অভিযানের কারণে গত বছরে সাত লাখের পাশাপাশি চলতি বছরেও রাখাইন ছেড়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১১ হাজার সদস্য। পলিটিকো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ