Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী হায়দার আল-মালিকির পদত্যাগ দাবি তুলেছে দেশটির পার্লামেন্টের শীর্ষ দুটি গ্রুপ। চাকরির সুযোগ ও নাগিরক সেবার দাবিতে বিক্ষোভরত বসরাবাসীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গত কয়েকদিনের সংঘর্ষে অন্তত ১২ জনের প্রাণহানির পর শনিবার পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়। ওই অধিবেশনে পার্লামেন্টের শীর্ষ দুই গ্রুপ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেও তিনি বসরা সংকটকে রাজনৈতিক নাশকতা আখ্যা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, পার্লামেন্টের স্পিকার ও বসরার গভর্নরের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী মালিকি। গত কয়েকদিনের বিক্ষোভে বসরায় অচলাবস্থা তৈরি হয়েছে। ইরাকের রাজনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগে সেখানকার ইরানি দূতাবাসে অগ্নিসংযোগ ছাড়াও বিভিন্ন সরকারি দফতরেও হামলার ঘটনা ঘটেছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকী প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ