বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। রবিবার দুপুরে ময়মনসিংহের ৪নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক এ আদাশ দেন।
আসামীরা হলেন- ছাত্রদল নেতা দ্বীন ইসলাম, কর্মী ফারুক, রতন, ফয়জুল, শাহীন এবং স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর।
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন জানান, গত শুক্রবার উপজেলার কাকনহাটিস্থ আমার বাসার সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সৌজন্য আলাপ-আলোচনা চলছিল। এ সময় পুলিশ কোন ঘটনা ছাড়াই আমার বাড়ীর সামনের সড়ক থেকে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে মিথ্যা বানোয়াট মামলায় কারাগারে পাঠিয়েছে।
আসামী পক্ষের প্রতিযশা আইনজীবী অ্যাড. আবু জাফর মো: রাশেদ মিলন জানান, বিশেষ ক্ষমতা আইনের একটি পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড আবেদল করলে বিজ্ঞ আদালত রিমান্ড এবং জামিন নামঞ্জুর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।