Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুড়ারবন্দ দরবার শরীফে শোকসভা ও মিলাদ

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৯ এএম

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম শাহ্ সৈয়দ শরাফত উল্লাহ’র অন্যতম খলিফা বি-বাড়ীয়া জেলার তালশহর মাদরাসার প্রিন্সিপাল ও আল্লামা শেখ মো. আব্দুল কাদের ফারুকী (রহঃ) এর স্মরণে মুড়ারবন্দ দরবার শরীফে এক শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বাদ জোহর এলাকার ভক্ত মুরিদানদের উদ্যোগে অনুষ্ঠিত শোক সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ শফিক আহমদ চিশতী।
মাওলানা মুফতি ওবায়দুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ সাজিদুর রহমান, সৈয়দ কবির আহমদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবুল হাসান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হাফেজ নিয়ামত আলীসহ দরগাহ্ শরীফের সকল খাদেমগণ। সভায় বক্তাগণ আল্লামা শেখ মো.আব্দুল কাদের ফারুকী (রহঃ) এর আত্মার মাগফেরাত কামনা করেন। পরে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিলাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ