পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, আলেম ওলামারা হচ্ছেন সমাজের শিরোমনি। আলেম ওলামা ছাড়া সমাজ চলতে পারে না। বঙ্গবন্ধু ক্ষমতায় থাকা কালে মদ ও জুয়া আইন করে নিষিদ্ধ করেছেন পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সে আইন বাতিল করে দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মসজিদ ও মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনের আগে চৌদ্দগ্রামে আরও কয়েকটি মসজিদ-মাদরাসা নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হবে। এক কথায়-আমরা আলেমদের সম্মান করি, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে নয়। জামায়াত-শিবির মানুষকে মিথ্যা কথা বলে মানুষদের বিভ্রান্ত করতে চায়। এ জন্য তাদের প্রতি মানুষের কোন সমর্থন নেই। গতকাল শনিবার চৌদ্দগ্রাম উপজেলা চত্বরে ইমাম ও মুয়াজ্জিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম নজমিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এ কে এম সামছুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, মেয়র মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আবদুল মান্নান ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল খায়ের, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাজমুল হাসান, মাওলানা হাফেজ ওবায়দুল্লাহ, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা আয়াতুল্লাহ, মাওলানা আবদুল হাই জেহাদী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কাজী আবুল কাশেম, মাওলানা আশরাফ আলম হারুন, যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী আল রাফি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ছাড়াও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।